ঢাকা বুধবার, ৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০

মুশফিকই সেরা

মাহফুজুর রহমান | প্রকাশিত: ১৪ জুন ২০২১ ১৮:১৩; আপডেট: ১৫ জুন ২০২১ ০০:০৫

|| মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দারুণ ফর্মে ছিলেন মুশফিকুর রহিম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের সের ব্যাটসম্যান ছিলেন মুশফিক। প্রথম ওয়ানডেতে ৮৪ রানের পর দ্বিতীয় ম্যাচেও করেন ১২৫ রান। তৃতীয় ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। ২৮ রান করে আউট হন তিনি। সব মিলিয়ে ৩ ম্যাচের ওয়াডে সিরিজে মুশফিকের ব্যাট থেকে আসে ২৩৭ রান। হন সিরিজ সেরা খেলোয়াড়।
 
অসাধারণ এ পারফরম্যান্সের সুবাদে চলতি মাসের শুরুতেই জানা গিয়েছিল, আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচনে যে ভোটাভুটি হয়, সেটার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মুশফিক। হয়েছেন আইসিসির ছেলেদের বিভাগে মে মাসের সেরা খেলোয়াড়। এর আগে মে মাসে আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মুশফিকের সঙ্গে লড়াইয়ে ছিলেন আরও দুজন—পাকিস্তানের হাসান আলী ও শ্রীলঙ্কার প্রভিন জয়াবিক্রমা। ভোটাভুটিতে এ দুজনকে পেছনে ফেলে মে মাসের সেরা খেলোয়াড় হলেন মুশফিক। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।



আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top