নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৯ মে ২০২১ ২১:০৪;
আপডেট: ২৯ মে ২০২১ ২১:০৪
করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুবরণকারী আইনজীবীদের পরিবার, এ ভাইরাসহ অন্যান্য রোগে আক্রান্ত আইনজীবী এবং যারা পেশাগত অসুবিধায় আছেন তাদের পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের নারী আইনজীবীরা। তহবিল গঠন করে তাদের মাঝে প্রায় ১৯ লাখ টাকা বিতরণ করেছেন এ নারী আইনজীবীরা।
গত ২১ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ১২৬ জন আইনজীবী ১৮ লাখ ৯৪ হাজার টাকা দিয়ে তহবিলটি গঠন করেন। পরে সংগৃহীত এসব টাকা বিতরণ করা হয়েছে। নারী আইনজীবীদের এ উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবীরাও।
আইনজীবীরা জানান, প্রচণ্ড ইচ্ছা শক্তি, দৃঢ় প্রত্যয়, নির্দিষ্ট লক্ষ্য ও সৎ উদ্দেশ্য থাকলে কোনো কাজই অসাধ্য নয়। করোনা বাংলাদেশে তার ভয়াবহ রূপ নিয়ে আক্রমণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার হাত বাড়িয়ে দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। তার হাতকে আরও শক্তিশালী করতে গত বছরের মে মাসে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নারী সদস্যরা মিলে ‘করোনা মোকাবিলা ফান্ড-২০২০’ গঠন করে ১১২ জন আইনজীবীকে সাত লাখ ৮৪ হাজার টাকা দিয়েছেন। এ বছর করোনার দ্বিতীয় ঢেউ আঘাত করেছে। তাছাড়া কোর্টও বন্ধ, আইনজীবীদের অনেকেও করোনায় আক্রান্ত। অনেকে মারাও গেছেন। কেউ আবার কষ্টে দিন যাপন করছেন। তাই গতবারের মতো এবারও ফান্ড গঠন করে তাদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেসমিন সুলতানা জাগো নিউজকে বলেন, সরকারি কোনো প্রণোদনা ৫৮ হাজার আইনজীবীর মধ্যে কেউ পাননি। লকডাউনে যখন আইনজীবীরা অস্থির সময় কাটাচ্ছিলেন, ঠিক সেই সময়ে আমাদের প্রিয় নেতা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পরামর্শে নারী আইনজীবীরা ২২৩ জন আইনজীবীকে নিয়ে মেসেঞ্জার গ্রুপ চালু করেন। গ্রুপটির নাম দেয়া হয় ‘বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলা ফান্ড-২০২১’। অ্যাডভোকেট আনোয়ারা শাহজাহান, শবনম মুস্তারী, তামান্না ফেরদৌস, সুলতানা নাসরিন, সাবিনা পারভীন, ফেরদৌসী আক্তার কল্পনা, রওশন মনি, শিরিন আহমদ, হুমায়েরা নূরের বিকাশ নম্বরে তহবিলের টাকা গ্রহণের সিদ্ধান্ত হয়।
তিনি জানান, গত ২১ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ১২৬ জন আইনজীবীর কাছে থেকে ১৮ লাখ ৯৪ হাজার টাকা সংগ্রহ করা হয়। সংগৃহীত টাকা বিতরণে অ্যাডভোকেট তওফিকা করিম রেখাকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। যেসব আইনজীবী মারা গেছেন তাদের পরিবার, যারা করোনায় আক্রান্ত ও অন্যান্য অসুস্থতায় ভুগছেন, বিধবা এবং যারা করোনায় সাময়িক অসুবিধায় আছেন তাদের প্রত্যেকের আলাদা তালিকা করে ২২৩ জনকে ১৯ মে পর্যন্ত বিকাশের মাধ্যমে সংগৃহীত অর্থ বিতরণ করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: