রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন, আশ্বাস আইনমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৯ মে ২০২১ ০০:৩০; আপডেট: ১৯ মে ২০২১ ০০:৩১

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সাংবাদিকদের প্রতিনিধিদল রাজধানীর গুলশানের আইনমন্ত্রীর অফিসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাসের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাত নয়টার দিকে আইনমন্ত্রীর অফিসে যান।
সাক্ষাৎ শেষে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন উপস্থিত সাংবাদিকদের কাছে সাক্ষাতের বিষয়বস্তু ও দাবির কথা তুলে ধরেন।
আপনার মূল্যবান মতামত দিন: