ঢাকা মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

উড়ন্ত সূচনা শেখ জামালের : সাইফকে রুখে দিল রহমতগঞ্জ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২১ ০০:৩৭; আপডেট: ৩০ মে ২০২৩ ০০:১৭

 

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২১ দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের খেলার ফলাফল:

দ্বিতীয় দিনের তৃতীয় নং খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লে: শেখ জামাল ডিসি লি: এবং চট্টগ্রাম আবাহনী লি: এর মধ্যে আজ রাত ৯:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

ম্যাচটিতে লে: শেখ জামাল ডিসি লি: ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনী লি:-কে পরাজিত করে। লে: শেখ জামাল ডিসি লি: এর পক্ষে সোলায়মান সিল্লাহ, সোলেমান কিং ও রেজাউল যথাক্রমে ৩০, ৩২ ও ৫১ মিনিটে তিনটি গোল করেন। অন্যদিকে, চট্টগ্রাম আবাহনী লি: এর পক্ষে কৌশিক ৪৬ মিনিটে একটি নিজস্ব গোল করেন।

 

 

দিনের দ্বিতীয় ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব লি: এবং রহমতগঞ্জ এমএফএস এর মধ্যে আজ সন্ধ্যা ৭:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ম্যাচটি ০-০ গোলে ড্র হয়।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top