ঢাকা শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

কুমিল্লায় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড

কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৮; আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৯

জেলায় একটি হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া একজনকে ১০ বছরের কারাদন্ড  দেয়া হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হচ্ছে- লক্ষ্মীপুর জেলার উত্তর চরলরেন্স গ্রামের আহসান উল্লাহ ও চট্টগ্রামের ফটিকছড়ির ছিকনিয়া পূর্বটিলা গ্রামের হোসেন মিয়া। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া  জেলার  মোহনপুর এলাকার সামসুল হককে ১০ বছরের কারাদন্ড  দেয়া হয়েছে। তারা সবাই পলাতক রয়েছে।

কুমিল্লার অতিরিক্ত  জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় এ রায় ঘোষণা করেন।আদালত পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) মজিবুর রহমান জানান, ২০০৬ সালের ২০ জুন রাতে  ফেনী  জেলার পরশুরাম এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনকে ছিনতাইকারীরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা এলাকায় গলায় গামছা প্যাঁচিয়ে খুন করেন। পরে এ ঘটনায়  চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক খন্দকার শাহ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ  শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত এ রায়  ঘোষণা করে।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top