গত মৌসুমটি ছিল লিভারপুলের যেন এক স্বপ্নের মতো। একের এক জয় নিয়ে খুব সহজেই শিরোপা ঘরে তুলেছিল লিভারপুর। কিন্তু এবারের লিগটি যেন তাদের দুঃস্বপ্নের মতো। খেলোয়ারদের একের পর এক ইনজুরি আর ম্যাচে জয় হাত ছাড়া হওয়া যেন স্বাভাবিক হয়ে দাড়িয়েছে।
লিডস ইউনাইটেডের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার প্রতিক্ষায় এনফিল্ডরা, কিন্তু ৮৬মিনিটের গোলে তাদের ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো ইয়ুর্গেন ক্লপের দলের। লিভারপুল তাদের শেষ ৫ম্যাচে দুটি জয়, দুটি ড্র ও একটি পরাজয় দেখতে হয়েছে। বর্তমানে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে তারা।
লিডসের মাঠে সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ৩০মিনিটের সময় আর্নল্ড এর এ্যাসিস্টে সাদিও মানে গোলে করে ১-০ গোলে লিড এনে দেয়।
ম্যাচে লিভারপুল বল পজিশনে লিডসের প্রায় অর্ধেকে ছিল এমনকি পার্স একুরেসিতে ছিল পিছিয়ে। ম্যাচে লিভারপুল যতটা আক্রমন সানিয়ে খেলেছে তেমনি লিডসও কম যায়নি। ৮৬মিনিটে কর্ণার থেকে জটলার মধ্যে থেকে লোরেন্টের হেডে করে গোল করে সমতা টানেন। দলটির বিপক্ষে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে ৪-৩ গোলে জিতে আসর শুরু করেছিল লিভারপুল।
আপনার মূল্যবান মতামত দিন: