জোসে মরিনহো বরখাস্ত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১ ১১:৪৭; আপডেট: ১১ আগস্ট ২০২২ ০৯:২২

অবশেষে গুঞ্জনই সত্য হলো, টোটেনহ্যাম ম্যান সিটির বিপক্ষে কারাবাও কাপ ফাইনালে অংশ নেওয়ার মাত্র ছয় দিন আগে বরখাস্ত হলেন জোসে মরিনহো।
ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা ভালোই করেছিলেন মরিনহো, কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে নি। বর্তমানে পয়েন্ট টেবিলে টোটেনহ্যাম এর স্থান সপ্তমে।
শেষ ৫ ম্যাচে মরিনহোর নেতৃত্বে টোটেনহ্যাম ২টি ড্র, ২টি হার ও ১টি মাত্র জয় পেয়েছিল। তিনি টটেনহ্যামের মোট ৮৬ ম্যাচে মাত্র ৪৪টি ম্যাচ জয় করতে সক্ষম হয়েছিলেন। বর্তমানে টোটেনহ্যাম পয়েন্ট টেবিলে ৩২ ম্যাচে অংশগ্রহন করে ১৪টি জয়, ৮টি ড্র এবং ১০টি পরাজয় ৫০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।
আপনার মূল্যবান মতামত দিন: