সুপার লিগ না বিদ্রোহী লিগ : তোলপার ফুটবল বিশ্ব
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১ ১৩:৪৪; আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ১৩:৫১

ক্রিকেটে বেশ কিছু বিদ্রোহী লিগ বা আই.সি.সি অনুমোদনহীন অনেক টুর্নামেন্ট আয়োজন ছিল চোখে পড়ার মতো, যেমন ইন্ডিয়াতে হয়েছিল ‘আইসিএল’ তা ছিল সম্পূর্ণরূপে আইসিসি এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ব্যতিত আয়োজন হয়েছিল। অবশ্য তা বেশীদিন স্থায়ীত্ব হয়নি। এর জন্য অনেক খেলোয়ারকেও বিভিন্ন দেশ সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
তেমনি ইউরোপের শীর্ষ ১২টি ক্লাবকে নিয়ে আয়োজনের চেষ্টা করা হচ্ছে, “ইউরোপিয়ান সুপার লিগ” যা আদতে ‘বিদ্রোহী লিগ’ নামে ইতিমধ্যে পরিচিতি পাচ্ছে। ইউরোপিয়ান এই সুপার লিগকে ইতিমধ্যে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও উয়েফা অবৈধ বলে ঘোষনা দিয়েছে।
১৮ এপ্রিল, রবিবারই ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব ইতিমধ্যে ঘোষনা দিয়েছে যে, তারা নতুন লিগ খুব শিগ্রই মাঠে নামাতে প্রস্তুতি গ্রহন করেছে। আর এই সুপার লিগের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন রিয়াল মাদ্রিদের সভাপতি ‘ফ্লোরেন্তিনো পেরেজ।
আপনার মূল্যবান মতামত দিন: