বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মোকাবেলায় প্রযুক্তির সহায়তা আহ্বান: পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৪ ২০:৩২; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১১:৪২
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত এবং দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। কুয়েত সিটিতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক কাউন্টার-টেরোরিজম কোঅপারেশন এবং বর্ডার সিকিউরিটি মেকানিজম শক্তিশালীকরণ’ শীর্ষক সম্মেলনের মন্ত্রী পর্যায়ের অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে তিনি উন্নত প্রযুক্তিসম্পন্ন দেশগুলোকে জ্ঞান ও দক্ষতা ভাগাভাগি করার আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই দুই দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা, যা কোন একটি দেশের সীমারেখায় সীমাবদ্ধ নয়। সকল দেশের সহযোগিতার মাধ্যমেই কেবল স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”
সীমান্ত সুরক্ষায় এবং নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের গুরুত্বের ওপর জোর দিয়ে তৌহিদ হোসেন বলেন, “এআই প্রযুক্তিকে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং স্থানীয় প্রেক্ষাপটে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।”
বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি দেশের উচিত জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে মানবাধিকার রক্ষা করা এবং নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার থেকে বিরত থাকা।”
তৌহিদ হোসেন বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, “বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী পদক্ষেপগুলো একত্রিতভাবে পরিচালিত হওয়াই টেকসই নিরাপত্তা অর্জনের মূলমন্ত্র।”
উল্লেখ্য, এই সম্মেলনটি দুশানবে প্রক্রিয়ার চতুর্থ পুনরাবৃত্তি হিসেবে গুরুত্বপূর্ণ, যা মূলত মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং বর্ডার সিকিউরিটি উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছিল। এবারের আয়োজনে প্রথমবারের মতো মধ্য এশিয়ার বাইরে এই প্রক্রিয়ার পরিধি বিস্তৃত করা হয়েছে, যা জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাস-বিরোধী প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ।
আপনার মূল্যবান মতামত দিন: