ইসরাইলকে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ ঘোষণা দিয়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়ার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪ ১৪:৪০; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১১:০৩
যেখানে বিশ্বের প্রভাবশালী অনেক মুসলিম দেশ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সংকোচ বোধ করছে, সেখানে মধ্য আমেরিকার ক্ষুদ্র দেশ নিকারাগুয়া সাহসিকতার পরিচয় দিয়ে ইসরায়েলকে ‘ফ্যাসিস্ট’ এবং ‘গণহত্যাকারী’ হিসেবে আখ্যায়িত করে তাদের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। ১১ অক্টোবর শুক্রবার নিকারাগুয়া আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়ে জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও বেসামরিক লোকদের হত্যার প্রেক্ষিতে তারা এই পদক্ষেপ নিচ্ছে।
দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেছেন, স্থানীয় সময় শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে। উল্লেখ্য, রোজারিও মুরিলো প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী।
নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেছেন, এই পদক্ষেপ তাদের নৈতিক অবস্থানের প্রতিফলন। তারা বিশ্বাস করেন, যেকোনো ধরনের জুলুম ও বর্ণবাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। নিকারাগুয়ার কংগ্রেসে এই সিদ্ধান্ত পাস হয়, যার মাধ্যমে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।
এই পদক্ষেপটি শুধুমাত্র গাজার সংঘাত নয়, লেবাননেও ইসরায়েলের চলমান অভিযানকে প্রতিহত করার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। নিকারাগুয়া এ সিদ্ধান্তের মাধ্যমে তাদের আন্তর্জাতিক নীতিতে স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়াবে।
আপনার মূল্যবান মতামত দিন: