এ যাত্রায় বেঁচে গেলেন ফ্লিক, সরে গেলেন অলিভের বিয়েরহফ
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২ ১৮:৫৫; আপডেট: ৩১ জানুয়ারী ২০২৩ ০০:১৯

তবে সমালোচনার মুখে টিম ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অলিভের বিয়েরহফ।
বিশ্বকাপে জার্মানির ভরাডুবিতে কোচ হান্স ফ্লিকের ভবিষ্যৎ নিয়ে জেগেছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত টিকে গেলেন তিনি। তার ওপরই ভরসা রাখছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) বুধবার বিবৃতিতে জানায়, ৫৭ বছর বয়সী ফ্লিককে দায়িত্বে বহাল রাখার কথা।
তবে চুক্তির মেয়াদ দুই বছর বাকি থাকতে বোর্ডের সঙ্গে ‘পারস্পরিক বোঝাপড়ায়’ টিম ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অলিভের বিয়েরহফ।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে জার্মানি। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই তারা অঘটনের শিকার হয়; হেরে যায় জাপানের বিপক্ষে। এরপর স্পেনের সঙ্গে ড্রয়ের পর কোস্টা রিকাকে হারালেও শেষ ষোলোয় উঠতে পারেনি দলটি।
এনিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার প্রথম রাউন্ড থেকে বিদায় নিল জার্মানি। এমন বাজে পারফরম্যান্সের পর কড়া সমালোচনার মুখে পড়েন ফ্লিক ও বিয়েরহফ। অনিশ্চয়তার ঝুলছিল তাদের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত ফ্লিক রয়ে গেলেন দায়িত্বে।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল জার্মানি; ৮০ বছরের মধ্যে যা ছিল প্রথম। এছাড়া গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও ভালো কিছু করতে পারেনি জার্মানি, ছিটকে পড়ে শেষ ষোলো থেকে।
আপনার মূল্যবান মতামত দিন: