ঢাকা শনিবার, ১০ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

জয় নিয়েও খুশি নন ইকুয়েডর কোচ

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২ ২২:৪৮; আপডেট: ১০ জুন ২০২৩ ০০:২৪

 

২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে ইকুয়েডর। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে কাতারের বিপক্ষে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি ইকুয়েডরকে। অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার জোড়া গোলে জয় পায় ইকুয়েডর। তবে ম্যাচ   জিতলেও দলের পারফরমেন্সে মন ভরেনি ইকুয়েডর কোচ গুস্তাভো আলফাে রার।

ম্যাচ শেষে ইকুয়েডর কোচ আলফারো বলেন, দলের পারফরমেন্সে খুব বেশি খুশি হতে পারছি না। এমনকি খেলোয়াড়রাও ব্যক্তিগতভাবে খুশি নয়।

গতরাত থেকে শুরু হওয়া এবারের বিশ^কাপের উদ্বোধনী ম্যাচে কাতারের আল খোর শহরের আল বাইত স্টেডিয়ামে গ্রুপ-এ’র ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় ইকুয়েডর। ম্যাচের ৩ মিনিটে গোল পেলেও সেটি অফসাইডের কারনে বাতিল হয়।

শুরুতে গোল বঞ্চিত হলেও হাল ছাড়েনি ইকুয়েডর। প্রথমার্ধেই কাতারের জালে যখাক্রমে ১৬ ও ৩১ মিনিটে দুই গোল দেয় তারা।  দু’টি গোলই করেন অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারেনি ইকুয়েডর। নিজেদের ঘুছিয়ে নিয়ে ইকুয়েডরকে আক্রমন করা থেকে বিরত রাখে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন অঞ্চলের দল ইকুয়েডর।   

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিতলেও, দলের পারফরমেন্সে খুশি নন ইকুয়েডর কোচ আলফারো। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জিতেছি। এই ম্যাচ জয়ের জন্য যা প্রয়োজন ছিলো আমরা তা করেছি।’

তিনি আরও বলেন, ‘বিরতির সময় আমি খেলোয়াড়দের জিজ্ঞাস করেছিলাম, তারা কি খুশি! তারা বলেছে খুশি নয়, তারা আরও ভালো খেলতে পারে।’

জয়ের জন্য দলকে অভিনন্দনও জানান আলফারো। তিনি বলেন, ‘জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়েছি, তবে বলছি আরও ভালো করতে হবে।’

প্রথম ম্যাচ জিতলেও, শেষ পর্যন্ত অনেক দলই নক আউট পর্বে যেতে পারে না। সেটিও মনে করিয়ে দিয়েছেন আলফারো। তিনি বলেন, ‘যদি আমরা নকআউট পর্বে যেতে চাই আমাদের ভালোভাবে গ্রুপ পর্ব শেষ করতে হবে। সামনে এগিয়ে যেতে চাইলে  আমাদের আরো উন্নতি প্রয়োজন। অনেক দলই নিজেদের প্রথম ম্যাচ জয়ের পরও পরের রাউন্ডে যেতে পারে না।’

আগামী ২৫ নভেম্বর দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে ইকুয়েডর।facebook sharing button

twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button



আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top