ইনফান্তিনোই টানা তৃতীয় মেয়াদে ফিফার সভাপতি
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২ ২১:৫৮; আপডেট: ১০ জুন ২০২৩ ০০:৪৯

আগামী মার্চে রুয়ান্ডার কিগালিতে ফিফা কংগ্রেসে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি। একমাত্র প্রার্থী হওয়ায় আবারও ফিফার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। এই নিয়ে টানা তৃতীয় মেয়াদে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।
কাতার বিশ্বকাপ শুরুর দুই দিন আগে বৃহস্পতিবার ফিফা এক বিবৃতিতে জানায়, গত মার্চে নির্বাচন আহ্বানের পর ফিফার সদস্য দেশগুলি শুধুমাত্র ইনফান্তিনোকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিল। আগামী ১৬ মার্চ রুয়ান্ডার কিগালিতে ৭৩তম ফিফা কংগ্রেসে তিনি পুনরায় নির্বাচিত হবেন।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে জেপ ব্লাটারের জায়গায় দায়িত্ব পান ইনফান্তিনো। ২০১৯ সালে পুনরায় নির্বাচিত হন তিনি। দুর্নীতির দায়ে ২০১৫ সালে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ১৭ বছর ফিফার সভাপতি ছিলেন ব্লাটার।
আপনার মূল্যবান মতামত দিন: