পুমাস ইউএনএএমে আলভেসের নতুন ঠিকানা
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ১৯:২৬; আপডেট: ২ জুন ২০২৩ ১৩:৫৩

মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন আলভেস। নতুন ঠিকানা বেছে নিলেন ব্রাজিলের তারকা ডিফেন্ডার দানি আলভেস। ফ্রি ট্রান্সফারে মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএমে যোগ দিলেন তিনি।
ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার আলভেসকে দলে ভেড়ানোর কথা জানানো হয়। গত মাসে বার্সেলোনায় আলভেসের দ্বিতীয় অধ্যায়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। কিন্তু এবারের বিদায়টি আলভেসের মনে ক্ষোভই জন্মেছে বার্সার ক্লাব কর্মকর্তাদের নিয়ে। যা কিছুদিন পূর্বে তার উক্তিতে প্রকাশ পেয়েছিল।
২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বার্সেলোনায় প্রথম মেয়াদে দারুণ সব সাফল্য পেয়েছেন আলভেস। ৬টি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন আরও অনেক শিরোপা।
১৭ বছর ইউরোপের ক্লাব সেভিয়া, বার্সোলোনা, ইউভেন্তুস, পিএসজিতে খেলে ২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে যোগ দেন তিনি। বকেয়া পারিশ্রমিক নিয়ে ঝামেলায় গত বছর সেপ্টেম্বরে চুক্তি বাতিল করেন ৩৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।
সবশেষ মৌসুমে বার্সোলোনার হয়ে লা লিগায় ১৪ ম্যাচে খেলেন আলভেস। এবার তিনি নামবেন নতুন অভিযানে।
আপনার মূল্যবান মতামত দিন: