লিডস থেকে সিটিতে কেলভিন ফিলিপস
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ২০:২১; আপডেট: ৪ জুলাই ২০২২ ২০:২৯

ম্যানচেস্টার সিটির তারকা খচিত মিডফিল্ডে যোগ হলো কেলভিন ফিলিপসের নাম। লিডস ইউনাইটেড থেকে ছয় বছরের চুক্তিতে তাকে দলে টেনেছে ম্যানচেস্টারের ক্লাবটি।
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
২৬ বছর বয়সী মিডফিল্ডারের ট্রান্সফার ফি নিয়ে কিছু জানানো হয়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, বোনাসসহ চার কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে ফিলিপসকে দলে টেনেছে সিটি। লিডসের হয়ে ২৩২ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন ফিলিপস।
সিটির দেওয়া বিবৃতিতে নতুন দলে যোগ দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে ফিলিপস বলেন, পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে খেলার জন্য তিনি মুখিয়ে আছেন।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ২০২২-২৩ আসরের তৃতীয় দিনে মাঠে নামবে সিটি। আগামী ৭ অগাস্ট প্রথম ম্যাচে তারা খেলবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে।
আপনার মূল্যবান মতামত দিন: