শিরোপা ধরে রাখার মিশনে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ কাবাডি দল
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২২ ১৬:৫০; আপডেট: ২০ মার্চ ২০২২ ২০:৫১

শিরোপা ধরে রাখার মিশন নিয়ে বাংলাদেশ কাবাডি দল টুর্নামেন্ট শুরু করে। অধিনায়ক তুহিনের গলাতেও ছিল প্রত্যয়ের বাণী। তাদের চেষ্টা থাকবে যে কোন ভাবে দেশের মানুষকে আবারও বঙ্গবন্ধুর নামকরণে এবং স্বাধীনতার মাসে দেশের মানুষকে আবারও শিরোপা উপহার দেওয়ার। সেই লক্ষেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কাবাডি দল।
আগের ম্যাচে মালয়েশিয়াকে ৫৬-২১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখে বাংলাদেশ। আজ রোববার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার ৪৪-১৯ পয়েন্টের জয়ে নিশ্চিত হয়ে যায় লাল সবুজের দলটির শেষ চার।
গ্রুপ ‘এ’ থেকে দুটি করে ম্যাচ জেতায় বাংলাদেশ ও লংকানরা উঠে গেছে সেমিফাইনালে। আর টানা দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও মালয়েশিয়া। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।
আপনার মূল্যবান মতামত দিন: