আর্চারিতে ভারতকে হারিয়ে বাংলাদেশের সোন জয়
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২২ ১৪:৪৭; আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৮
-2022-03-19-14-46-19.jpg)
আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈতে ভারতের জুটিকে হারিয়ে সোনা জিতেছেন বাংলাদেশের হয়ে খেলা রোমান সানা-নাসরিন আক্তার জুটি।
থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) শনিবার ভারতের বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে জেতে বাংলাদেশ। এই ইভেন্টে মালয়েশিয়া পেয়েছে ব্রোঞ্জ। চলতি আসরে এই প্রথম সোনার পদক পেল বাংলাদেশ।
গত শুক্রবার কোয়ার্টার-ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে হারান স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে। সেমি-ফাইনালেও আধিপত্য ধরে রাখেন দুজনে; ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন কাজাখস্তানের জুটিকে।
নাসরিনের অবশ্য আরও সোনা জয়ের সুযোগ আছে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন তিনি। অবশ্য ফাইনাল নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশের দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টের দুটি পদকই বাংলাদেশের।
আপনার মূল্যবান মতামত দিন: