ট্রাম্পের সাজা নির্বাচন পর্যন্ত পেছালেন বিচারক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০১; আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৯:২৩
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে দিলেন নিউইয়র্কের বিচারক। ঘুষের মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পের সাজা ঘোষণা ১৮ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক জুয়ান মার্চান শুক্রবার সাজা ঘোষণার দিন ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিলেন।
সাজা ঘোষণার নতুন এ দিন ধার্য করে জুয়ান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ অনৈতিক প্রভাব খাটাতে না পারে সে জন্য সাজা ঘোষণার দিন পেছানো জরুরি ছিল। এদিকে হোয়াইট হাউসের দৌড়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে থাকা ট্রাম্পের দল বিপাবলিকানের জন্যে একে জয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
প্রথমে এ মামলায় সাজা ঘোষণা ১১ জুলাই করার কথা থাকলেও ট্রাম্পের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তা ১৮ সেপ্টেম্বর ধার্য করা হয়। এখন দ্বিতীয়বারের মতো সাজা ঘোষণার দিন পেছানো হলো।
সাজা ঘোষণা বিলম্বিত করতে ট্রাম্পের আইনজীবীরা আগে থেকেই নানা আইনি কৌশল অবলম্বন করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেয়ার অভিযোগ ওঠে। ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন স্টর্মির হাতে এ অর্থ তুলে দেন। জালিয়াতির মাধ্যমে ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখেন ট্রাম্প।
গত মে মাসে নিউইয়র্কের জুরি এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সবকটিতেই তাকে দোষী সাব্যস্ত করে। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট কিংবা সাবেক প্রেসিডেন্ট অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন।
এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের আগামী মঙ্গলবার কমলা হ্যারিসের সাথে বিতর্কে মুখোমুখি হওয়ার প্রেক্ষাপটে রায় ঘোষণা পেছানোর খবরটি এলো। রায় ঘোষণা পেছানোর প্রতিক্রিয়ায় ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ মামলাকে নিপীড়নমূলক উল্লেখ করে বলেন, ‘এটি বাতিল করা উচিত। কারণ, আমরা এখন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্যে প্রস্তুতি নিচ্ছি।
আপনার মূল্যবান মতামত দিন: