ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

পশ্চিম তীরে অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি জাতিসংঘের আহ্বান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪ ২১:১১; আপডেট: ২৯ আগস্ট ২০২৪ ২১:১১

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দিনের অভিযানে আরও ৫ ফিলিস্তিনি নিহত হওয়ার পর জাতিসংঘ সেখানে অভিযান বন্ধের ডাক দিয়েছে।

বুধবার মধ্যরাত থেকে শত শত ইসরায়েলি সেনা হেলিকপ্টার, ড্রোন ও সাঁজোয়া যান নিয়ে তুলকার্ম, জেনিন ও জর্ডান উপত্যকার এলাকাগুলোতে অভিযান শুরু করে, যা কয়েক মাসের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের চালানো অন্যতম সবচেয়ে বড় হামলা।

বুধবার মধ্যরাতে শুরু হলেও বৃহস্পতিবারও অভিযান শেষ হয়নি। বুধবারের অভিযানে জেনিন, তুলকার্ম এবং আল ফারা শরণার্থী শিবির মিলিয়ে অন্তত ৯ ফিলিস্তিনিকে যোদ্ধাকে হত্যা করার কথা জানায় ইসরায়েলি সেনারা। আর বৃহস্পতিবার একটি মসজিদের ভেতরে পাঁচ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করার কথা জানায় তারা।

এ ঘটনার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েলকে অভিলম্বে এই অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই অভিযান ইতোমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে আরও ঘি ঢলছে।” ইসরায়েলের সেনাবাহিনীকে সর্বোচ্চভাবে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল তখনই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা উচিত যখন হাতে আর কোনও উপায় থাকবে না।

১১ মাস আগে গত বছরের অক্টোবরে ইসরায়েল গাজায় হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত বেড়ে গেছে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top