ঢাকা মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

রোমাঞ্চকর আর নাটকীতায় ভরা ম্যাচে ক্রোশিয়ার বিপক্ষে ৫-৩ গোলে স্পেনের জয়

এম.এ রনী | প্রকাশিত: ২৯ জুন ২০২১ ০০:৫৭; আপডেট: ২৯ জুন ২০২১ ০১:১৯

লুইস এনরিকে স্পেনের দল গঠনে রিয়েল মাদ্রিদের একজনও খেলোয়ার রাখলেন না তার স্কোয়ার্ডে। আলোচনা হয়েছিল অনেক। সমালোচনা হয়েছিল এনরিককে নিয়ে। তারপরও এনরিক বিশ্বাস রেখেছিলেন তার তারুন্য নির্ভর দলের উপর। আর কোচের সেই বিশ্বাসকে তার শির্ষ্যরা রাখলেনও আলোড়ন আর ইতিহাস গড়ে। লুইস এনরিকের টেকটিস আর যাদুতে স্পেন শেষ আটে জায়গা করে নিলো।

 

 

স্পেন এবং ক্রোশিয়ার ম্যাচটি ছিল রোমাঞ্চকর আর নাটকীয়তায় ভরা। ইউরোতে হয়ে গেলো দ্বিতীয় সর্বোচ্চ গোলের ম্যাচ, মোট ৮ গোল হলো এই ম্যাচে। হয়তোবা এবারে ইউরো সেরা ম্যাচটি দেখলো ফুটবল বিশ্ব। ১৮ বিশ্বকাপের ক্রোশিয়া দেখিয়েছে পিছিয়ে পড়েও কিভাবে ফিরে আসতে হয়, তার ব্যতিক্রম হলোনা এই ম্যাচেও। নির্ধারিত সময়েই ম্যাচে সমতা এনে নিয়ে যায় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময় স্বপ্ন ভঙ্গ হলো ক্রোশিয়ার। অতিরিক্ত সময় আরও স্পেন গোলের ব্যবধান নিয়ে গেলো ক্রোশিয়ার নাগালের বাহিরে। ম্যাচটি স্পেন ৫-৩ গোলে জয় লাভ করে।

 

২৯ জুন, বাংলাদেশ সময় রাত ১০টায় সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় স্পেন এবং ক্রোশিয়া। খেলার প্রথম থেকেই স্পেন তাদের মধ্যমাঠ সু-সংগঠিত করে গোছানো এবং আক্রমণাক্তক ফুটবল খেলতে থাকে। বল পজিশন থেকে শুরু করে বল দখলেও ছিল স্পেন এগিয়ে। কিন্তু স্রোতের বিপরিতে ১৯মিনিটের সময় স্পেনের পেড্রির ব্যাক পাস গোলকিপার উনাই সিমোন বল ধরতে না পারলে আত্মঘাতী গোল হলে ক্রোশিয়া ১-০ গোলের লিড নেয়।

 

 

গোল খাওয়ার পর স্পেন তাদের আরও গোছানো আক্রমনের পসরা সাজিয়ে খেলতে থাকে। খেলার ৩৭মিনিটের সময় পাবলো সারাবিয়া গার্সিয়া  গোল করে সমতায় ফিরায়। ম্যাচের ১-১ গোলের সমতা নিয়ে দুই দল বিরতীতে যায়।

 

 

বিরতীর পর স্পেন তাদের স্বাভাবিক খেলা বজায় রেখে খেলতে থাকে দ্বিতীয়র্ধে ১১মিনিটের সময় মোরাটা গোল করে ম্যাচে প্রথমবারের মতো স্পেনকে লিড এনে দেয়। ৭৬ মিনিটে ফারেন টোরেস গোলে করলে স্পেন ৩-১ গোলের লিড নিয়ে যখন ম্যাচ শেষ করার অপেক্ষায় তখনিই ক্রোশিয়ার ম্যাচে নাটকীয়তার রুপ নিয়ে আসে। ম্যাচের ৮৫মিনিটে ক্রোশিয়ার মিসেলাভ ওরসিক্ জটলার মধ্যে গোল করে ম্যাচে নতুন প্রাণ সঞ্চারণ করে।

 

 

ম্যাচের একেবারে শেষ মুহুর্তে আবার সেই মিসেলাভের এসিষ্টে মারিওর দুর্দান্ত এক শটে গোল করে ম্যাচে ৩-৩ গোলে সমতা এনে স্পেনেরে জয়কে রুখে দেয়। ৩-৩ গোলে সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়।

 

অতিরিক্ত সময়ও স্পেন তাদের স্বাভাবিক খেলা খেলতে থাকে, ম্যাচের ৯৯ মিনিটের সময় এক গোছানো এবং পরিকল্পিত আক্রমনে ডেনিয়েল ওলমো কারভাজলের দুরপাল্লার এক পাসে অসাধারণ দক্ষতায় বলটি মোরাতা কন্ট্রল করে বাম পায়ের এক জোড়ালো শটে গোল করে স্পেনকে ম্যাচে ৪-৩ গোলের লিড এনে ম্যাচ জয়ের স্বপ্নকে জাগ্রত করে।

 

ম্যাচের ১০২ মিনিটের সময় আবার সেই ওলমোর সেই দুরপাল্লার বল জোগানে এবার গোল করে মিকেল। আর এই গোলে স্পেন ৫-৩ গোলের লিড নিয়ে ক্রোশিয়াকে তাদের স্বপ্ন ভঙ্গ করে বিদায় করে নিজেদের শেষ আট নিশ্চিত করে।

 

ম্যাচে মধ্যমাঠ থেকে শুরু করে আক্রমন সাজানো এবং আক্রমন প্রতিহত করে অসাধারণ খেলা উপহার দিয়ে স্পেনের অধিনায়ক বুসকেট ম্যাচ সেরা হন।

 

আজকের অন্য ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স এবং সুইজারল্যান্ড।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top