জাপানে ২৭ সেপ্টেম্বর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে ক্ষমতাসীন দল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪ ১৭:৩৩; আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ২০:৪৪
জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি নতুন নেতা নির্বাচনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এ ঘোষণা দিয়ে দলটি জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর নতুন নেতা নির্বাচন করা হবে।
জাপানে ঐতিহ্যগতভাবে ক্ষমতাসীন দলের প্রধান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে থাকেন। এর মানে ২৭ সেপ্টেম্বর দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত সপ্তাহে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন। একাধিক কেলেংকারি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষিতে জনমত জরিপে তার দলের জনপ্রিয়তা কমতে থ্কাার প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।
কিশিদা(৬৭) ২০২১ সালের অক্টোবর থেকে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আপনার মূল্যবান মতামত দিন: