এফএ কাপ চ্যাম্পিয়ন উৎসবে বাংলাদেশী হামজার কাধে ফিলিস্তিনের পতাকা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২১ ১২:৩৩;
আপডেট: ১৬ মে ২০২১ ১২:৩৭
দীর্ঘ ৫২ বছর পর এফএ কাপের ফাইনালে উঠেই চেলসির বিরুদ্ধে নাটকীয় জয় নিয়ে এফএ কাপ জয়ের পরে লিস্টার সিটি জুটি হামজা চৌধুরী এবং ওয়েসলি ফোফানা ফিলিস্তিনের পতাকা উন্মোচন করেছেন।
৫২ বছর পর এফ কাপের ফাইনালে উঠেই বাজিমাত করল লিস্টার সিটি। এর জন্য লিস্টার ‘ভিএআর’ সিস্টেমকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতেই পারে, কারণ শেষ মুহুত্ত্বের চেলসির গোলটি ভিএআর সিস্টেমের কারণে যদি বাদ না হতো তাহলে হিসেবটি অন্যও হতে পারতো।
ম্যাচ জয়ের পর চ্যাম্পিয়ন উৎসবের সময় লিস্টার সিটির খেলোয়ার আনন্দ উৎসবে মেতে উঠে, কিন্তু তাদের মধ্যে ব্যতিক্রম ছিল বাংলাদেশী বংশগত হামজা চৌধুরী এবং ফোফনোকে। তারা চ্যাম্পিয়ন উৎসবের সময় ফিলিস্তিনের উপর ইজরাইল আগ্রসানের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ফিলিস্তিন এর পতাকা উত্তোলন করেন।
আপনার মূল্যবান মতামত দিন: