ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে পুতিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪ ১৭:০৯; আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১৭:৪৭

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ ৯৯ দশমিক ৪৩ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে দেখা যায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮৭ দশমিক ৩২ শতাংশ ভোট পেয়ে নির্বাচনী দৌঁড়ে এগিয়ে রয়েছেন। রাশিয়ার কেন্দ্রিয় নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। খবর তাস’র।

কমিশনের প্রকাশিত তথ্য অনুয়ায়ী, দেশটির কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতোনভ ৪ দশমিক ৩২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

নিউ পিপল পার্টির প্রার্থী ভ্লাদিস্লাভ দাভানকভ ৩ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে এবং এলডিপিআর প্রার্থী লিওনিদ স্লাটস্কি ৩ দশমিক ১৯ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top