রাজধানীর এয়ারপোর্ট থানার অপহরণ মামলার অন্যতম আসামী জসিম উদ্দিন সাগর বর্তমানে জেল হাজতে রয়েছেন। তবে কাইয়ুম ও জসিমের ছোটভাই রুবেল এখনও পলাতক রয়েছে। বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টর সুমন পারভেজ ও মামলার তদন্তকারী কর্মকর্তা সংবাদ প্রতিদিনকে জসিমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা জসিমকে এই মামলায় গ্রেপ্তার করেছি। (মামলা নং ১৫, বিমানবন্দর থানা, তাং ০৯/০৪/২০২৩ইং। মামলার বাদী লুনা জাহান (৪৫)।
মামলার এজাহারে জানা যায়, লুনা জাহানের ছেলের বন্ধু আরমান (১৯) এর অষ্ট্রেলিয়া থেকে একটি কাপড়ের পার্সেল আসে। পার্সেলটি রিসিভ করতে বিমানবন্দরে আসে লুনার ছেলে ও তার বন্ধু আরমান। তাদেরকে পার্সেল দেয়ার কথা বলে কিডন্যাপ করে জসিমের আশকোনার অফিসে নিয়ে আসে। পরে তাদের থেকে মুক্তিপন আদায় করে এবং তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়। লুনার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা, ৪ টি স্বর্ণের চেইন, এক জোড়া বালা,গলার স্বর্ণের দুটি লকেট নিয়ে নেয়। যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
এ প্রসঙ্গে মামলার বাদী লুনাকে মোবাইলে কল দিলে তিনি এ বিষয়ে থানায় কথা বলতে বলেন।