ঢাকা রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

হাজারীবাগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে নূর গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ০৮:৪৩; আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ০৮:৪৬

 

ঢাকা মহানগরীর হাজারীবাগের ঝাউচর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মো. নূর ইসলাম পারভেজ নামে একজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নূর ইসলাম আওয়ামী লীগের সমর্থিত একটি হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য এবং হাজারীবাগে একটি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে শিশু আব্দুল মোতালেব মুন্না হত্যার মামলার আসামি।

 

হাজারীবাগ থানা পুলিশের সূত্রে জানা গেছে, রোববার (৩ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ঝাউচর এলাকায় নূর ইসলামকে চিনে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে পাল্টা জবাবে বলে, “আন্দোলনে গুলি করেছি তাতে কি হয়েছে।”

 

ছাত্র-জনতা পরিস্থিতি উত্তপ্ত হওয়ায়, হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূর ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, ১২ বছরের শিশু আব্দুল মোতালেব মুন্না হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, গত ৪ আগস্ট জিগাতলার ওয়ালটন শো-রুমের সামনে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। আওয়ামী লীগের কিছু কর্মীর ছোড়া গুলিতে ১২ বছরের শিশু আব্দুল মোতালেব মুন্না নিহত হয়। এই ঘটনার পর, মুন্নার প্রতিবেশী শেখ মুহা. মাসুম বিল্লাহ হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, নূর ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে হেলমেট পরিহিত অবস্থায় ছাত্রজনতার ওপর হামলা চালায়। এছাড়া, ৫ আগস্ট মোহাম্মদপুর থানায় একটি অস্ত্র লুটের ঘটনায়ও তার সংশ্লিষ্টতা রয়েছে।

 

ডিসি তালেবুর রহমান জানান, নূর ইসলাম হাজারীবাগের ঝাউচর এলাকার একটি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে, যারা মা’দক, মারামারি, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। নূর ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top