পাসপোর্টে পুলিশের যাচাই ছাড়াই নেগেটিভ রিপোর্ট, উদ্দেশ্যে কি অসৎ?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১৪:৫৩; আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৪:৫৩
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অভিযোগ উঠেছে, পাসপোর্টের জন্য আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই অযাচিতভাবে নেগেটিভ রিপোর্ট প্রদান করা হচ্ছে। এতে আবেদনকারীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি কিছু ক্ষেত্রে জরুরি প্রয়োজনে বিদেশ যাত্রার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি রাজধানীর বেশ কয়েকজন আবেদনকারী জানিয়েছেন, তাদের বাসায় কোনো ধরনের পুলিশ ভেরিফিকেশন করতে না আসা সত্ত্বেও নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছে। এর ফলে পাসপোর্ট পেতে বিলম্ব হচ্ছে।
একাধিক সূত্রে জানা গেছে, কিছু ক্ষেত্রে স্থানীয় থানাগুলোর দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বা ভেরিফিকেশন সংশ্লিষ্টরা ভেরিফিকেশন প্রক্রিয়া ঠিকভাবে না করেই রিপোর্ট তৈরি করছেন। এতে অনেক ক্ষেত্রেই সঠিক তথ্য না জেনে নেতিবাচক প্রতিবেদন দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী বলেন, "আমার বাসায় কেউ ভেরিফিকেশনের জন্য আসেনি, অথচ আমার পাসপোর্ট আবেদনে নেগেটিভ রিপোর্ট দেখানো হয়েছে।"
পুলিশের এই কর্মকাণ্ডে বিরক্ত ও হতাশ হওয়া অনেকেই অভিযোগ করে বলছেন, প্রক্রিয়াটি যথাযথভাবে পরিচালিত না হওয়ায় অনেক সময় হয়রানির শিকার হচ্ছেন তারা। ন্যায্যতা ও স্বচ্ছতার অভাবের কারণে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে তাদের দাবি।
এ বিষয়ে অভ্যন্তরীণ মন্ত্রণালয়কে, নাগরিকদের অভিযোগ আমলে নিয়ে পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।। এছাড়া দ্রুত পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: