ঢাকা রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

আজ থেকে খুলছে সকল কারখানা, শ্রমিকদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৪; আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৯

.........................................................................................................................

টানা ১৩ দিনের আন্দোলনের পর সকাল থেকে নিয়মমাফিক বিভিন্ন কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। বিগত কয়েক দিনের অস্থিরতার পর স্বাভাবিক হচ্ছে আশুলিয়া শিল্পাঞ্চল। খুলেছে সব কারখানা। শ্রমিকদের দাবি মেনে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। পাশাপাশি আজ (মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর) থেকে ঢাকার সাভার ও আশুলিয়ায় খুলে দেয়া হবে সব তৈরি পোশাক কারখানা।

 

 

শ্রমিকদের দাবি মেনে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি -বিজিএমইএ। পোশাক কারখানায় নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষ সমান অধিকারের কথা জানানো হয়েছে। গতকাল রাতে ছয়ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এরপর শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানান শ্রমিক সংগঠনগুলোর নেতারাও। শ্রমিক অসন্তোষের কারণে কয়েকদিন ধরে অস্থিরতা চলছিলো রফতানিমুখী সব তৈরি পোশাক কারখানায়। নানা শঙ্কায় কারখানার চাকা বন্ধ রাখতে বাধ্য হন উদ্যোক্তারা। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

 



আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top