ভৈরবে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | প্রকাশিত: ১৯ মার্চ ২০২১ ২০:৫৭; আপডেট: ২৯ মে ২০২২ ১৪:৪৩

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৩) এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেল পথের উপজেলার জগন্নাথপুর আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: