বাংলাবাজার-শিমুলিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | প্রকাশিত: ১৩ মার্চ ২০২১ ১৫:২০; আপডেট: ১১ আগস্ট ২০২২ ০৮:৪২

মাদারীপুর: ঝড়ো বাতাস কমে যাওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকেলে ঝড়ো বাতাসের কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘাট সূত্র জানায়, বিকেলে পৌনে ৫টার দিকে আকাশে কালো মেঘ আর ঝড়ো বাতাস শুরু থাকলে দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। পরে সাড়ে ৫টার দিকে বাতাস থেমে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক ছিল।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটে ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বাতাস থেমে যাওয়ার পর সন্ধ্যার আগেই চলাচল স্বাভাবিক হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: